মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচন

সাকিবের সঙ্গে দেখা করলেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী, মুহূর্তেই ছবি ভাইরাল

সংসদ সদস্য সাকিব আল হাসানের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রানা আমির ওসমান
ছবি: সংগৃহীত

মাগুরায় আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার মধ্যেই প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীকে দেখা গেল সাকিব আল হাসানের সঙ্গে। মুহূর্তেই সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি দেখে ভোটারদের মধ্যে কৌতূহল, প্রার্থীদের কাছে কী বার্তা দিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব?

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার সকালে মাগুরা শহরের সাহাপাড়ার বাসায় আসেন সাকিব। আমেরিকা থেকে গতকাল রোববার রাতে ঢাকায় এসেছেন তিনি। এবার ঈদে স্ত্রী–সন্তানদের সঙ্গে আমেরিকায় কাটিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আজ দুপুর ১২টার দিকে কেশবমোড় এলাকায় নিজের রাজনৈতিক কার্যালয়ে আসেন সাকিব। এর কিছুক্ষণ পর সেখানে আসেন সদর উপজেলা পরিষদের দুই চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. রেজাউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. রানা আমির ওসমান।

আলাদাভাবে দুজনের সঙ্গে কথা বলেন সাকিব। হেলিকপ্টার ও মোটরসাইকেল প্রতীকের এই দুই প্রার্থীর মধ্যে ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বর্তমান ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা রেজাউল ইসলাম মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের সমর্থন পাচ্ছেন বলে জানা গেছে। এদিকে রানা আমির ওসমানের পক্ষে ভোটের মাঠে প্রচার চালাতে দেখা গেছে সাকিব ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদারের পরিবারের সদস্য ও তাঁদের অনুসারীদের। যদিও দুজন সংসদ সদস্যের কেউই প্রকাশ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেননি।

সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাতের ছবি ফেসবুকে নিজের ওয়ালে শেয়ার করেছেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মো. রেজাউল ইসলাম। জানতে চাইলে মুঠোফোনে এই প্রার্থী প্রথম আলোকে বলেন, ‘এমপি সাহেব আমাকে ডেকেছিলেন সৌজন্য সাক্ষাতের জন্য। আমাকে বলেছেন আসন্ন নির্বাচনে উনি নিরপেক্ষ থাকবেন’। একই বিষয়ে অপর প্রার্থী মো. রানা আমির ওসমান প্রথম আলোকে বলেন, ‘উনি ডেকেছিলেন। নির্বাচনের খোঁজখবর নিলেন। বিশেষ কিছু বলেননি’।

সংসদ সদস্য সাকিব আল হাসানের সঙ্গে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. রেজাউল ইসলাম

কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া একাধিক প্রার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের সংসদ সদস্য সাকিবের সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গেছে। প্রার্থীদের কী বার্তা দিয়েছেন? আজ বিকেলে সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে এড়িয়ে যান এই সংসদ সদস্য। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রাতেই ঢাকা ফিরে যাবেন সাকিব। আগামীকাল মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশনের একটি ম্যাচে অংশ নিয়ে বুধবার আবার মাগুরায় আসবেন।

উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যদের নিজেদের পছন্দের প্রার্থীকে জেতাতে হস্তক্ষেপ না করতে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৮ মে প্রথম ধাপে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে সদর উপজেলা পরিষদে পাঁচ ও শ্রীপুরে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবাই আওয়ামী লীগের নেতা–কর্মী। এ নির্বাচন ঘিরে মাগুরায় আওয়ামী লীগের বিভক্তি স্পষ্ট হচ্ছে।