চাঁদাবাজির অভিযোগে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে কুলসুমকে প্রধান বিবাদী করে ২৪ জনের বিরুদ্ধে আদালতে একটি নালিশি মামলা হয়েছে। মামলায় ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসাইন বাদী হয়ে পলাশবাড়ী আমলি আদালতে মামলার আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন।
বিকেলে বাদীপক্ষের আইনজীবী আবদুল হালিম প্রামাণিক বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আবদুল হালিম প্রামাণিক বলেন, আদালতের বিচারক শুনানি শেষে অভিযোগটি পলাশবাড়ীর ইউএনওকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলা হয়, হরিনাথপুর ইউনিয়নের চারটি রাস্তার দুই পাশে ইউক্যালিপটাস গাছ রোপণ করে হরিনাবাড়ি সমাজকল্যাণ সমিতি। এসব গাছ বড় হওয়ায় ইউপি চেয়ারম্যান কবির হোসাইন সরকারি বিধি মোতাবেক বিক্রির জন্য দরপত্র আহ্বান করেন। মোট ২ হাজার ৩৭৭টি গাছ সর্বোচ্চ দরদাতার কাছে ২৯ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়। গাছ কাটা চলমান অবস্থায় চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সাবেক সংসদ সদস্যের নির্দেশে আসামিরা বাদীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাদী চাঁদার টাকা দিতে না চাইলে আসামিরা ইউনিয়নের লিচুরভিটা এলাকায় তাঁকে মারধর করেন।
এ সময় বাদীর চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে এলে আসামিরা ক্ষমতার দাপট দেখিয়ে ও টাকা প্রস্তুত রাখার জন্য হুমকি দিয়ে চলে যান। এরপর ১৭ ফেব্রুয়ারি সাবেক সংসদ সদস্য উপজেলার জামালপুর এলাকায় তাঁর নিজ বাসায় বাদীকে ডেকে নেন। এ সময় আসামিরা ভয়ভীতি দেখিয়ে বাদীর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা আদায় করেন।
এ বিষয়ে সাবেক সংসদ সদস্য উম্মে কুলসুমের মুঠোফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।