সংবর্ধানে অনুষ্ঠানের একটি দৃশ্য। শুক্রবার সকালে সাতক্ষীরা লেকভিউ কমিউনিটি সেন্টারে
সংবর্ধানে অনুষ্ঠানের একটি দৃশ্য। শুক্রবার সকালে সাতক্ষীরা লেকভিউ কমিউনিটি সেন্টারে

জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা

‘ভালো মানুষ হতে না পারলে জীবনের সার্থকতা আসবে না’

‘তোমরা জীবনের প্রথম ধাপে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছ। শুধু এখানে থেমে থাকলে চলবে না। তোমাদের জীবনের প্রতিটি ধাপে কৃতিত্ব দেখাতে হবে। সব কটি ধাপে ভালো ফল করতে হবে। পাশাপাশি মানবিক হতে হবে, ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে না পারলে জীবনের সার্থকতা আসবে না। মানবিক ও ভালো মানুষ হতে না পারলে মানবজীবন সার্থক হয় না।’ শুক্রবার সাতক্ষীরায় লেকভিউ কমিউনিটি সেন্টারে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু।

অনুষ্ঠানস্থলে এসে কৃতী শিক্ষার্থীরা নির্ধারিত বুথ থেকে উপহারসামগ্রী সংগ্রহ করে। দিনটি স্মরণীয় করে রাখতে ক্যামেরাবন্দী হয় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তাদের পদচারণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় সেখানে। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও অনুষ্ঠানস্থলে এসে উৎসব–আনন্দে মাতেন। সকাল ১০টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাসের সভাপতিত্বে ও বন্ধুসভার সদস্য শেখ শরীফ হাসানের সঞ্চলনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। আরও বক্তৃতা করেন প্রথম আলোর খুলনার নিজস্ব প্রতিবেদক শেখ আল-আহসান, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ও লেকভিউ কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী আবুল কালাম।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশিত হয়। শুক্রবার সাতক্ষীরা লেকভিউ কমিউনিটি সেন্টারে

অনুষ্ঠানে বক্তারা বলেন, যেকোনো ন্যায়সংগত আন্দোলন-সংগ্রামে প্রথম আলোর থাকে অগ্রণী ভূমিকা। শুধু তা–ই নয়, প্রাকৃতিক দুর্যোগ হলে ঝাঁপিয়ে পড়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায় প্রথম আলো। মেধাবীদের শাণিত করতে সারা বছর ধরে শিক্ষার্থীদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী শরীফ আহমেদ তার প্রতিক্রিয়া বলে, প্রায় ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শ্যামনগরের গাবুরা থেকে সে এই অনুষ্ঠানে এসেছে। কষ্ট করে অনুষ্ঠানে এসে ক্লান্তি দূর হয়ে গেছে। অনিন্দ্যসুন্দর পরিবেশ। খুব ভালো লেগেছে। প্রথম আলো সব সময় ভালো কাজের সঙ্গে থাকে।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে চ্যানেল আইয়ের সেরাকণ্ঠ শিল্পী ইমাম খন্দকার, সাতক্ষীরার শিল্পী শুভেন্দু সরকার, জেসমিনা নাহার, শিরিনা আক্তার ও শরীফ আহমেদ গান পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন সাকিব, জিৎ, মেধা, সুদীপা, অতসী।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী ফারহানা এমরোজ জানায়, টানা বৃষ্টির কারণে কয়েক দিন মন খারাপ ছিল। সংবর্ধনা অনুষ্ঠান হবে কি হবে না, এ নিয়ে। আজ সকাল থেকে বৃষ্টি না হওয়ায় অনুষ্ঠানস্থলে এসে মনটা ভালো হয়ে গেল। মনোরম পরিবেশ, অসংখ্য বন্ধু। সবাইকে একসঙ্গে পেয়ে ভালো লাগছে।

সংবর্ধনা অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শুক্রবার সাতক্ষীরা লেকভিউ কমিউনিটি সেন্টারে

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নিয়ে এই সংবর্ধনা উৎসব। আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা গ্রে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।