মেহেরপুরে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

হত্যা
প্রতীকী ছবি

মেহেরপুরের সদর উপজেলার রাইপুর গ্রামে শরিফুল ইসলাম (৩৩) নামের এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে হত্যা করা হয়।

নিহত শরিফুল ইসলাম রাইপুর গ্রামের বাবর আলীর ছেলে। পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তিনি দুবাইপ্রবাসী ছিলেন। মাস তিনেক আগে বিদেশ থেকে বাড়ি ফেরেন।

এলাকাবাসী ও শরিফুল ইসলামের স্ত্রী রুবিনা খাতুন বলেন, ‘আমার স্বামী শরিফুল ইসলামের সঙ্গে রাইপুর গ্রামের আকছেদের ছেলে খোকনের টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। বিকেলে রাইপুর গ্রামের হাতিভাঙ্গা মাঠে নিজের ধানখেত দেখার জন্য বাড়ি থেকে বের হয় শরিফুল। মাঠের একটি সেতুর কাছ পৌঁছালে খোকনসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। সেখানে শরিফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে পালিয়ে যায় তারা। তার চিৎকারে ছুটে আসে আশপাশের লোকজন। পরে পরিবারের লোকজনসহ স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’

রুবিনা খাতুন আরও বলেন, বেশ কয়েক বছর আগে তাঁর স্বামী শরিফুল ইসলাম প্রতিবেশী খোকনকে বিদেশে পাঠান। খোকন সেখানে ১৩ মাস কাজ করে দেশে ফিরে আসেন। পরে তাঁর স্বামীর কাছে বিদেশে পাঠানোর জন্য দেওয়া টাকা দাবি করে আসছিল খোকন। এ নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিস বসিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হয়। সেই ক্ষোভের জের ধরে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জের ধরে শরিফুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খোকনকে আটকের চেষ্টা চলছে। শরিফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।