নাটোরে গতকাল শনিবার অনুষ্ঠিত আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ বাধা দেওয়ার অভিযোগে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ওই সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে মারা যাওয়া আওয়ামী লীগ নেতা রশিদুল ইসলাম মৃধার বড় ভাই রমিজুল মৃধা বাদী হয়ে আজ রোববার সিংড়া থানায় মামলাটি করেন।
মামলার সূত্রে জানা যায়, এজাহারে চামারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান রাশেদুল ইসলামসহ বিএনপি ২৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে। তবে এ মামলায় আজ রাত সাড়ে ৮টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এজাহারে ‘শান্তি সমাবেশে’ আসা আওয়ামী লীগ নেতা-কর্মীদের মারধর ও বাধা দেওয়ার অভিযোগ রয়েছে বলে থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে। সিংড়া উপজেলা বিএনপির নেতাদের দাবি, এটি গায়েবি মামলা।
সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মারধরের অভিযোগে মামলাটি হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটি গায়েবি মামলা বলে যে অভিযোগ করা হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, মামলায় সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এটাকে গায়েবি মামলা বলা যাবে না।
এক প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, এই মামলায় রশিদুল মৃধার মৃত্যুকে জড়িয়ে কোনো অভিযোগ করা হয়নি। মামলায় কাউকে হয়রানিও করা হবে না।
সিংড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দাউদার মাহামুদ প্রথম আলোকে বলেন, গতকাল বেলা ১১টার দিকে সোনাপুর মোড়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা নির্বিঘ্নে শান্তি সমাবেশ করেছেন। তাঁরা ফিরে যাওয়ার অন্তত চার ঘণ্টা পর বেলা সাড়ে ৩টার দিকে বিএনপি সেখানে পদযাত্রা করার উদ্যোগ নেয়। কিন্তু পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাঁদের কর্মসূচি পালনে বাধা দেন। এরপর বিএনপি নেতা-কর্মীরা সেখান থেকে চলে আসেন। পরে সেখানে চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রশিদুল ইসলাম সেখানে আসেন ও আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁকে নাটোরের শাপলা ক্লিনিকে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। এখানে মামলা করার মতো কিছু ঘটেনি। তাঁরা বিষয়টি আইন আদালতের মাধ্যমে মোকাবিলা করবেন।