চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বেসরকারি ব্যাংকের এসি বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে গেছে পাশের ইলেকট্রনিকস সামগ্রীর একটি দোকান। আগুন লাগার পাঁচ মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে রক্ষা পায় পাশাপাশি থাকা আরও অন্তত ৩০টি দোকান। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের গ্রিন টাওয়ার মার্কেটে এ ঘটনা ঘটে।
দোকানমালিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় টাওয়ার মার্কেটের দ্বিতীয় তলায় এনআরবিসি ব্যাংকের শাখার একটি এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় ব্যাংকের পাশে থাকা ভিশন ব্র্যান্ডের ডিলার জোবায়ের ইলেকট্রনিকসের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত জোবায়ের ইলেকট্রনিকসের মালিক মো. ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষ নিয়ম না মেনে ঝুঁকিপূর্ণ জায়গায় এসি স্থাপন করার কারণে এ বিস্ফোরণ ঘটেছে। আগুনে আমার প্রতিষ্ঠানের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সময় মতো না এলে পুরো মার্কেট আজ পুড়ে ছাই হয়ে যেত।’
বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, ‘এসি বিস্ফোরিত হয়ে গ্রিন টাওয়ার মার্কেটে আগুনের খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করি আমরা। ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। স্টেশন থেকে স্বল্প দূরত্ব হওয়ায় দ্রুত সাড়া দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। এতে চারতলা মার্কেটটির আরও অন্তত ৩০টি দোকান রক্ষা পেয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণে কাজ করছি আমরা।’