সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ফেনীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত

ফেনীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক ব্যক্তি (৬০) নিহত হয়েছেন। তাঁর নাম–ঠিকানা বা কোনো পরিচয় পাওয়া যায়নি। আজ সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কসকা নামক স্থানে এ ঘটনা ঘটে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানা-পুলিশ জানায়, আজ দুপুর ১২টার দিকে ফেনী সদর উপজেলার মহাসড়কে একটি অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ি একজন পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী প্রথম আলোকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।