রাজশাহী জেলায় তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। আজ সোমবার বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মে মাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
এ তাপমাত্রা দুই–তিন দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া কার্যালয় জানিয়েছে। এর আগের দিন রোববার জেলার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সাধারণত তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা মৃদু তাপপ্রবাহ। তাপমাত্রা যদি ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকে, তবে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস থাকলে তা হয় তীব্র তাপপ্রবাহ। ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে তা হয় চরম তাপপ্রবাহ।
এক দিনের ব্যবধানে তাপমাত্রা বেড়ে যাওয়ায় অতিষ্ঠ মানুষজন। আজ দুপুরের পর নগরের জামালপুর এলাকায় একটি গাছতলায় রিকশা রেখে তাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন জমশের আলী। তিনি প্রথম আলোকে বলেন, রোদের কারণে আজ বাইরে যাওয়া যাচ্ছে না। শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা।
রাজশাহী আবহাওয়া কার্যালয় সূত্র জানিয়েছে, এর আগে গত এপ্রিলে টানা ২০ দিন দাবদাহ চলেছে। এর মধ্যে ১৭ এপ্রিল রাজশাহীতে গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এপ্রিলে অন্তত ৭ দিন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।
গত ২৪ এপ্রিল প্রথম বৃষ্টি হয় জেলায়। সেদিন রাজশাহীতে ৩৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এরপর ৩০ এপ্রিল ২২ দশমিক ৮ মিলিমিটার এবং সবশেষ ৪ মে ৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
মে মাসের শুরু থেকেই আবার তাপমাত্রা বাড়তে থাকে। ১ মে তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২ মে ৩৩ দশমিক ৬, ৩ মে ৩৫, ৪ মে ৩৪, ৫ মে ৩৪, ৬ মে ৩৬ দশমিক ৭, ৭ মে ৩৮ দশমিক ৬ এবং আজ ৮ মে হঠাৎ করে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক রাজিব খান প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে রাজশাহীতে তাপমাত্রা বাড়ছে। এক দিনের ব্যবধানে আজ তাপমাত্রা অন্তত ২ ডিগ্রি বেড়েছে। এ তাপমাত্রা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।