প্রথম আলোর পক্ষ থেকে আইআইইউসিকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। আজ সোমবার বিকেলে
প্রথম আলোর পক্ষ থেকে আইআইইউসিকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। আজ সোমবার বিকেলে

আইআইইউসিতে প্রশ্নোত্তরে মুখর ইন-জিনিয়াসের অ্যাকটিভেশন পর্ব

‘ইন-জিনিয়াস প্রতিযোগিতায় দলের নিবন্ধন কীভাবে করব?’; ‘প্রতিযোগিতায় নিবন্ধন করে ফেলার পর দল কি পরিবর্তন করা যাবে?’; ‘ড্রয়িংয়ের ডিজাইন জমা দেওয়ার জন্য কত দিন সময় পাওয়া যাবে?’—এমন নানা প্রশ্নোত্তরে মুখর ছিল বেসরকারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) আয়োজিত জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস প্রতিযোগিতার অ্যাকটিভেশন পর্ব। প্রতিযোগিতার নিবন্ধনের বিষয়ে শিক্ষার্থীদের অবগত করতে আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অ্যাকটিভেশন পর্ব অনুষ্ঠিত হয়।

প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি ইব্রাহীম তানভীরের সঞ্চালনায় অ্যাকটিভেশন পর্ব শুরু হয় বেলা সাড়ে তিনটায়। শুরুতে বড় পর্দায় দেখানো হয় ইন-জিনিয়াসের জার্নি ভিডিও। পরে চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা শিহাব জিশান প্রতিযোগিতায় অংশগ্রহণের বিস্তারিত নিয়মাবলি শিক্ষার্থীদের উপস্থাপন করেন। এরপর জাতীয় অধ্যাপক প্রয়াত জামিলুর রেজা চৌধুরীকে স্মরণ করে তাঁর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।

অ্যাকটিভেশন পর্বে কথামালায় অংশগ্রহণ করেন জিপিএইচ ইস্পাতের হিউম্যান রিসোর্স বিভাগের হেড অব ট্যালেন্ট ও ডেভেলপমেন্ট অতনু গুপ্ত। তিনি বলেন, ‘উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে টেকসই নির্মাণের লক্ষ্যে বিশ্বের সর্বাধুনিক এবং এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস ও উইনলিংক টেকনোলজি-সমৃদ্ধ কারখানা স্থাপন করেছে জিপিএইচ ইস্পাত। এ ধরনের আয়োজনের অংশ হতে পেরে জিপিএইচ ইস্পাত আনন্দিত।’

আইআইইউসির পুরকৌশল বিভাগের প্রভাষক প্রকৌশলী সাল সাদ আল দীন তাহের বলেন, ‘শিক্ষার পরিধি বিস্তৃত হচ্ছে। এ অবস্থায় আমাদের কুয়োর ব্যাঙ হয়ে থাকলে চলবে না। যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলতে হবে। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে এ ধরনের প্রতিযোগিতা আমাদের দেশে আরও বেশি আয়োজন করা উচিত।’

অ্যাকটিভেশন পর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন জিপিএইচ ইস্পাতের হিউম্যান রিসোর্স বিভাগের হেড অব ট্যালেন্ট ও ডেভেলপমেন্ট অতনু গুপ্ত। আজ সোমবার বিকেলে

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইআইইউসির পুরকৌশল বিভাগের প্রভাষক প্রকৌশলী মো. শামীম আহমেদ, চট্টগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার বন্ধু এ আর আছাদ, ফয়সাল হাওলাদার, উষা বিনতে হোসাইন ও মিথিলা বড়ুয়া। কথামালার পর প্রথম আলোর পক্ষ থেকে আইআইইউসিকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।

আয়োজকেরা জানান, যেকোনো বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের এবং সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা দলীয়ভাবে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নিবন্ধনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের এই লিংকে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের শেষ সময় ২০ মে।