আন্দোলনে নিষ্ক্রিয় থাকায় সিলেট জেলা কৃষক দলের কমিটি বিলুপ্ত

সিলেট জেলার মানচিত্র
সিলেট জেলার মানচিত্র

বিএনপির চলমান আন্দোলনে নিষ্ক্রিয় থাকার অভিযোগে সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত রোববার কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করার ঘোষণা দেওয়া হয়।

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলমান আন্দোলনে নিষ্ক্রিয়তা থাকাসহ সাংগঠনিক শৈথিল্য থাকার কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের সেপ্টেম্বরে কৃষক দল সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ৫১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে শহিদ আহমদ আহ্বায়ক ও তাজরুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছিল।

কমিটি বিলুপ্তির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিগগির জেলা কৃষক দলের নতুন কমিটি গঠন করা হবে।