রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের চুরি যাওয়া অর্ধকোটি টাকার যন্ত্র ঢাকা থেকে উদ্ধার

রামপাল বিদ্যুৎকেন্দ্রের চুরি যাওয়া প্রায় অর্ধকোটি টাকা মূল্যের কয়লা পরীক্ষার যন্ত্র। আজ শুক্রবার সকালে বাগেরহাটের রামপাল থানায়
ছবি: প্রথম আলো

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের কেমিক্যাল হাউস এলাকার ল্যাব থেকে চুরি যাওয়া প্রায় অর্ধকোটি টাকা মূল্যের কয়লার দাহ্য ক্ষমতা পরীক্ষার যন্ত্রটি উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে যন্ত্রটি উদ্ধার করে রামপাল থানার পুলিশ।

এ ঘটনায় রামপাল বিদ্যুৎকেন্দ্র এলাকা ও ঢাকার ডেমরা থেকে চারজনকে আটক করা হয়। তাঁদের চুরির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুদ্দীন থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুর জেলা সদরের নরখালী গ্রামের মো. রাব্বী ইসলাম ওরফে গোলাম রাব্বী (২৪), বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের খাজুরা গ্রামের মো. আব্দুল কারীম (২৭), রামপাল উপজেলার চিত্রা গ্রামের কার্তিক শীল (২৫) ও একই উপজেলার বর্নি গ্রামের বাদশা শেখ (২৩)। গোলাম রাব্বী রামপাল উপজেলা জিরো পয়েন্ট এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

ওসি মোহাম্মদ সামছুদ্দীন বলেন, গত ১৪ জানুয়ারি রাতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কেমিক্যাল হাউস এরিয়ার কয়লা টেস্টিং ল্যাব-২ থেকে কয়লার দাহ্য ক্ষমতা পরীক্ষার যন্ত্রটি (বোম্ব ক্যালরিমিটার) চুরি হয়ে যায়। এ ঘটনায় পরদিন রামপাল থানায় বিদ্যুৎ কেন্দ্রটির ব্যবস্থাপক (প্রশাসন ও নিরাপত্তা) মো. অলিউল্লাহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। এরপর রামপাল থানার পুলিশ মামলা তদন্ত নেমে ঘটনার ১৯ দিনের মাথায় যন্ত্রটি উদ্ধার করেছে।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল ৪টার দিকে রামপাল বিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে রাব্বি নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, বিভিন্ন এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে ঢাকার ডেমরার কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গতকাল দিবাগত রাত আনুমানিক একটার দিকে জড়িত আরও একজনসহ যন্ত্রটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও যারা জড়িত, তাদেরও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।