গাজীপুরের শ্রীপুর উপজেলায় গভীর রাতে কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ২ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গভীর রাতে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। পাশের একটি দোকানে অবস্থান করা গাড়িটির চালক দ্রুত ঘটনাস্থলে আসেন। এরপর আশপাশের লোকজন নিয়ে আগুন নেভান। ততক্ষণে কাভার্ড ভ্যানের সামনের কেবিনের বেশির ভাগ অংশ পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দা মো. আরিফুর রহমান বলেন, হঠাৎ ‘আগুন, আগুন’ চিৎকার শুনে তিনিসহ বেশ কয়েকজন ঘটনাস্থলে আসেন। গাড়িটিতে কারা আগুন দিয়েছেন, তা জানতে পারেননি। তবে পেট্রল দিয়ে আগুন লাগানো হতে পারে বলে ধারণা করছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানের সামনের অংশ পোড়া দেখা যায়। কাভার্ড ভ্যানের গায়ে চালকের মুঠোফোন নম্বর দেওয়া। সেই নম্বর নিয়ে কয়েকবার ফোন করা হলেও কেউ ধরেননি।
শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার পরিদর্শক (ট্রাফিক) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এমন ঘটনার খবর এখনো পাননি। তবে এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।