গাজীপুরে বিএনপির সমর্থক রাসেল হোসেন (২০) গুলিবিদ্ধের হওয়ার ঘটনায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ১০৩ জনের নামে মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে কোনাবাড়ী থানায় মামলাটি করেন রাসেলের মামা মো. মিলন। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্ আলম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।।
আহত রাসেল হোসেন নোয়াখালীর সোনাইমুড়ি থানার জয়াল গ্রামের মো. সোহাগ মিয়ার ছেলে। তিনি কোনাবাড়ী আমবাগ এলাকায় ভাড়া থেকে একটি কোম্পানিতে চাকরি করেন। মামলায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয়ের আরও ১৫০ জনকে আসামি করা হয়।
বাদী এজাহারে উল্লেখ করেন, ৫ আগস্ট জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান ও সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের হুকুমে তাঁদের কর্মীরা গুলি চালান। এতে রাসেল গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে গত সোমবার রাতে কোনাবাড়ী থানায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হককে প্রধান আসামি করে আরেকটি মামলা করা হয়