আট দিন ধরে নিখোঁজ রয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিপড়ুয়া দুই শিক্ষার্থী। এ ঘটনায় ১ আগস্ট মেট্রোপলিটন কোতোয়ালি থানায় দুই পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলো মো. আদহাম আল সামি (১৬) ও তার বন্ধু আলাভী বিন আবদুল্লাহ (১৬)। তাদের দুজনের বাড়ি রংপুর শহরের ধাপ কাকলি লেন এলাকায়।
দুটি জিডি সূত্রে জানা যায়, আদহাম আল সামি ও আলাভী বিন আবদুল্লাহ গত ৩১ জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে একসঙ্গে ধাপ শ্যামলী লেনের বাসা থেকে বের হয়।
এর পর থেকে আর বাসায় ফেরেনি। নিখোঁজ সামির গায়ের রং শ্যামলা এবং তার বন্ধু আলভীর গায়ের রং উজ্জ্বল শ্যামলা। দুজনই মানসিকভাবে সুস্থ বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
জানতে চাইলে আদহাম আল সামির বাবা সেকেন্দার আলী প্রথম আলোকে বলেন, বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাসা থেকে বের হওয়ার সময় সামি ও আলভীর পিঠে স্কুলব্যাগ ও দুটি কাপড়ের ব্যাগ ছিল।
বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছেন জানিয়ে সেকেন্দার আলী বলেন, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িতে খোঁজ নিয়ে কোনো সন্ধান মেলেনি। থানায় জিডির পাশাপাশি র্যাবকেও বিষয়টি জানানো হয়েছে।
পুলিশের অভিযান অব্যাহত আছে জানিয়ে কোতোয়ালি থানার পরিদর্শক হোসেন আলী বলেন, নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান করা হচ্ছে। তারা দুজনই মুঠোফোন রিসেট দিয়ে বাড়িতে রেখে গেছে। সেখান থেকে কোনো তথ্য পাওয়ার উপায় নেই।