লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন

এক বুথে ৫ ঘণ্টায় একটি ভোটও পড়েনি

লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে পৌর এলাকার মধ্য বাঞ্ছারনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার কম। আজ রোববার সকাল ১০টায়
ছবি: প্রথম আলো

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ভবানীগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রের একটি বুথে প্রথম ৫ ঘণ্টায় একটি ভোটও পড়েনি। এ কেন্দ্রের ৮ নম্বর বুথে ভোটারসংখ্যা ৪৫৬।

কেন্দ্রটির সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সালেহা আক্তার বেলা একটায় প্রথম আলোকে বলেন, কেন্দ্রের ৮ নম্বর বুথে ৪৫৬ ভোটার আছেন। বুথে সবাই নারী ভোটার। বেলা একটা নাগাদ এ বুথে কোনো ভোট পড়েনি।

ওই কেন্দ্রের ৭ নম্বর বুথে প্রথম পাঁচ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র তিনটি। এ বুথের দায়িত্বরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা তপদ কুমার শর্মা বলেন, ভোটাররা ভোট দিতে আসছে না। সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত তিনজন ভোটার ভোট দিয়েছেন।
বেলা একটা পর্যন্ত ভবানীগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন চোখে পড়েনি। তবে কেন্দ্রের ভেতরে-বাইরে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অনেক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ করা গেছে।

লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে আজ সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। ভোট হচ্ছে কাগজের ব্যালটে।

এ নির্বাচনে মোট প্রার্থী চারজন। ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মিয়া গোলাম ফারুক, জাতীয় পার্টির মোহাম্মদ রাকিবা হোসেন (লাঙ্গল), জাকের পার্টির সামছুল করিম খোকন (গোলাপ ফুল) ও ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহমুদ (আম) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের নির্বাচনে তাঁরা সবাই নতুন মুখ।

ভবানীগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে-ভেতরে নৌকা প্রতীকের ব্যাজ পরা অনেক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। নৌকা প্রতীকের ব্যাজ পরা এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, বিকেলে ভোটাররা এ কেন্দ্রে ভোট দিতে আসবেন। ভোটার এত কম কেন, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, উপনির্বাচনে ভোটার একটু কমই হয়। এ ছাড়া মেয়াদ অল্প কিছুদিন আছে।

ভবানীগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, এ কেন্দ্রে ৩ হাজার ৬১০ ভোটার আছেন। বেলা একটা পর্যন্ত ২৭০টি ভোট পড়েছে। এর মধ্যে একটি বুথে কোনো ভোট পড়েনি।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ১১৫ কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ হবে। এ আসনে ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন ভোটার আছেন। এর মধ্যে ২ লাখ ৯ হাজার ৯৬ জন পুরুষ এবং ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন নারী।

গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মারা যান। ৩ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ৪ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।