লাশ
লাশ

মেহেদি রাঙানো দুই হাত বাঁধা নিহত তরুণীর পরিচয় মিলেছে

গতকাল রোববার তিস্তা নদীতে পাওয়া মেহেদি রাঙানো দুই হাত বাঁধা নিহত তরুণীর পরিচয় মিলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে জেনে আজ সোমবার তাঁর পরিবার তরুণীর পরিচয় নিশ্চিত করেছে বলে জানিয়েছে আদিতমারী থানা-পুলিশ।

আজ সোমবার বিকেলে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে ওই তরুণীর ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, তরুণীটির নাম জোছনা আখতার (১৯)। জোছনা আখতার নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব খড়িবাড়ি গ্রামের জহর আলীর মেয়ে। নিখোঁজের ১৯ দিন আগে নীলফামারীর ডিমলা উপজেলার চাপানি গ্রামের জাহিদ হাসানের সঙ্গে জোছনা আখতারের বিয়ে হয়। জোছনা তাঁর চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গত বুধবার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। এরপর গত শুক্রবার বিকেলের পর থেকে তাঁর কোনো খোঁজ মিলছিল না।  

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, অজ্ঞাতপরিচয় তরুণীর পরিধানের জামাকাপড়, নাকের সোনার নাকফুল ও গলায় রুপার মালা দেখে তাঁর আত্মীয়স্বজন উদ্ধার হওয়া মরদেহটি জোছনা আখতারের বলে শনাক্ত করেন।

প্রসঙ্গত, গতকাল দুপুরে উপজেলার মহিষখোচার দক্ষিণ বালাপাড়া গ্রামের তিস্তা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তরুণীর লাশ উদ্ধারের সময় তাঁর পরিধানে কালো রঙের জামা–পায়জামা ছিল। দুই হাত পেছনে ওড়না দিয়ে বাঁধা। গলায় সিলভার রঙের মালা রয়েছে। তাঁর হাতে মেহেদি রাঙানো এবং ইংরেজিতে আই লাভ ইউ লেখা ছিল।