ময়মনসিংহ নগরের রহমতপুর এলাকায় বিস্ফোরণ হওয়া এলপি গ্যাস পাম্পটির কোনো ফায়ার লাইসেন্স ছিল না। পাম্পটির পাশে সিএনজি ও পেট্রোলিয়াম পাম্পের জন্য ফায়ার লাইসেন্স থাকলেও ইন্ট্রাকো এলপিজি লিমিটেড কোম্পানি ফায়ার লাইসেন্স ছাড়াই সেটি পরিচালনা করছিল।
আজ মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মোফাজ্জল হোসেন।
রমহতপুর বাইপাস এলাকায় আজহার সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোলিয়াম স্টেশনটি এর মালিক আজহারুল ইসলামের নিয়ন্ত্রণে থাকলেও একই সীমানায় এলপিজির একটি ইউনিট ভাড়া দেওয়া হয় ইন্ট্রাকো এলপিজি লিমিটেডের কাছে। মো. মোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘পাম্পের দুটি ইউনিটের ফায়ার লাইসেন্স থাকলেও ইন্ট্রাকো এলপিজি লিমিটেড আমাদের দপ্তর থেকে কোনো লাইসেন্স নেয়নি।’
গতকাল সোমবার বেলা পৌনে তিনটায় এলপিজি পাম্পে ট্যাংকার থেকে গ্যাস আনলোডের সময় হঠাৎ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সাতটি গাড়ি পুড়ে যায়। এর মধ্যে একটি প্রাইভেট কার, তিনটি সিএনজিসহ অন্যান্য গাড়ি রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম প্রথম আলোকে বলেন, আপাতদৃষ্টে মনে হচ্ছে, এখানে একধরনের গাফিলতি রয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ে