মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। আজ বুধবার সকালে কলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। আজ বুধবার সকালে কলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে

হরিরামপুরে একটি বুথে এক ঘণ্টায় ভোট পড়েনি একটিও

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে কলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বুথে প্রথম এক ঘণ্টায় একটি ভোটও পড়েনি। আজ বুধবার সকালে ভোটকেন্দ্রে গিয়ে কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতিও কম চোখে পড়ে।

কলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬৩০। আজ সকাল ৮টায় আটটি বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা পর্যন্ত প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে ৫৬টি। এই কেন্দ্রের পাঁচ নম্বর বুথে প্রথম এক ঘণ্টায় একটিও ভোট পড়েনি। সকাল ১০টা পর্যন্ত দুই ঘণ্টায় ভোট পড়েছে ১৫৪টি।

আজ সকালে তিনটি কেন্দ্র ঘুরে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। সকালে বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি কম বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।

হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান মিঞা বলেন, এই উপজেলার মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৬০৮ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৬৫। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।