সাজু ইসলাম
সাজু ইসলাম

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় করা মামলায় সাজু ইসলাম (৩২) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মংলাবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাজু ইসলাম হাকিমপুর উপজেলার ১ নম্বর খট্টা ইউনিয়নের ঘাসুড়িয়া গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি আওয়ামী লীগের ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। সাজুর গ্রেপ্তারের বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক পৌর মেয়র জামিল হোসেনের বাড়িতে আগুন দিয়ে আসাদুজ্জামান নূর (১৭) ও মুহতাসিম নাঈম (১৭) নামের দুই শিক্ষার্থীকে হত্যা করা হয়। এ ঘটনায় আসাদুজ্জামানের বড় ভাই মো. সুজন বাদী হয়ে গত ১৯ আগস্ট সকালে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আসামি হিসেবে দিনাজপুর-৬ (হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন উর রশিদ, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা, পৌর মেয়র জামিল হোসেন, উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওছার রহমান, ছদরুল ইসলাম, আবু সুফিয়ানসহ ২৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৯০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা মামলার তদন্তে সাজুর সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। হত্যা মামলায় এখন পর্যন্ত ২২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।