আশুলিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

হত্যা
প্রতীকী ছবি

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে সুবর্ণা আক্তার (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর স্বামী জনিকে (২৪) আটক করেছে পুলিশ।

নিহত সুবর্ণা আক্তার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আদরাচর গ্রামের সুজন মিয়ার মেয়ে। আটক জনি জামালপুর সদর থানার কলাবাধা গ্রামের জিয়াউল হকের ছেলে।

আশুলিয়ার বুড়িরবাজার এলাকার চান মিয়ার বাড়িতে তাঁরা ভাড়া থাকতেন। জনি পেশায় একজন পোশাকশ্রমিক এবং সুবর্ণা গৃহিণী ছিলেন। তাঁদের সংসারে দুই বছরের একটি সন্তান আছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আশুলিয়া থানার পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত একটার দিকে পারিবারিক বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডার জড়ান জনি ও সুবর্ণা। একপর্যায়ে জনি উত্তেজিত হয়ে লাঠি দিয়ে সুবর্ণার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই সুবর্ণা নিহত হন। ঘটনার পরপরই জনি পালাতে চাইলে উপস্থিত লোকজন তাঁকে ধরে ফেলেন। স্থানীয় ব্যক্তিরা বিষয়টি আশুলিয়া থানার পুলিশকে জানান।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন আহমেদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে রাত দুইটার দিকে সুবর্ণার লাশ উদ্ধার করা হয়। ওই বাসা থেকেই তাঁর স্বামী জনিকে আটক করা হয়েছে। আটকের পর জনি এলোমেলো তথ্য দিচ্ছেন। প্রাথমিকভাবে তাঁকে নেশাগ্রস্ত মনে হয়েছে।

এসআই শাহিন আহমেদ আরও বলেন, নিহতের স্বজনেরা থানায় এসেছেন। এ ঘটনায় নিহতের মা কল্পনা বাদী হয়ে মামলা করবেন। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।