নাটোরে ফসলি জমি থেকে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় জাহিদুল ইসলাম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার কাফকো গ্রামের একটি ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জাহিদুল উপজেলার কাফকো গ্রামের দিনমজুর রাসেদুল ইসলামের ছেলে। নাটোরের সাধুপাড়া উচ্চবিদ্যালয় থেকে এবার তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাহিদুল সদর উপজেলার দরাপপুর গ্রামে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। গতকাল দুপুরে সে কাফকো গ্রামের তার এক সহপাঠী বান্ধবীকে রক্তদানের কথা বলে নানার বাড়ি থেকে বের হয়। কিন্তু সে নানার বাড়িতে বা তার নিজের বাড়িতে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে বাড়ির অদূরে একটি ফসলি জমিতে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। জাহিদুলের মা–বাবা ও বোন তাকে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, নিহত কিশোরের নাক ও মুখে রক্ত ছিল। কানে জখম ছিল। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তের নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বাবা রাশেদুল ইসলাম বলেন, তাঁর ধারণা জাহিদুলকে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকারীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহসিন আলী বলেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে সবাই কাজ করছে। ময়নাতদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।