কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের দুর্গম পাহাড় তুলাইম্মা খোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দিনমজুরের নাম জাফর আলম (৫৫)। তিনি উপজেলার টৈটং ইউনিয়নের আবাদিঘোনা এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদিন, জমির উদ্দিন ও মো. কাইছার বলেন, গতকাল চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জের হলদিয়ার ঘোনা এলাকায় সরকারি বাগানে দৈনিক মজুরির শ্রমিক হিসেবে জাফর আলমসহ ১০-১২ জন কাজ করেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে তুলাইম্মা খোলা এলাকায় হঠাৎ তিনটি বন্য হাতি তাঁদের সামনে পড়ে। এ সময় একটি বন্য হাতির আক্রমণে জাফর আলম ঘটনাস্থলেই মারা যান।
বারবাকিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, হলদিয়ার ঘোনা এলাকায় বাগানে ২০২১-২২ অর্থবছরের চারা গাছ রোপণের কাজ চলছিল। বাগানে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে জাফর আলম বন্য হাতির আক্রমণের শিকার হন। পরে প্রশাসন ও পুলিশকে বিষয়টি জানানো হয়। রাত আটটার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।