চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। আজ বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে।’
উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। প্রজ্ঞাপনে বলা হয়—উপাচার্যের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। উপাচার্য পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী তিনি পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন উপাচার্য। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় তাঁর নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে গত ১৪ আগস্ট চুয়েটের উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম। এর পর থেকে উপাচার্য ছাড়াই চলছিল বিশ্ববিদ্যালয়টি। দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে দ্রুততম সময়ে উপাচার্য নিয়োগের দাবি জানান তাঁরা।