বিজিবির অভিযানের খবরে ভারত থেকে আনা অবৈধ চিনির ট্রাক ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে বিজিবি গিয়ে চিনিসহ ১১টি ট্রাক জব্দ করে। আজ সকালে জৈন্তাপুরের ঘিলাতৈল গ্রামের সড়কে
বিজিবির অভিযানের খবরে ভারত থেকে আনা অবৈধ চিনির ট্রাক ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে বিজিবি গিয়ে চিনিসহ ১১টি ট্রাক জব্দ করে। আজ সকালে জৈন্তাপুরের ঘিলাতৈল গ্রামের সড়কে

অভিযানের খবরে পালাল চোরাকারবারিরা, সিলেটে ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১১টি ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ শনিবার সকাল ১০টায় উপজেলার ঘিলাতৈল গ্রামের রাস্তা থেকে ট্রাকসহ ওই চিনি জব্দ করা হয়।

সিলেটের ১৯ বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, আজ সকালে জৈন্তাপুরের ঘিলাতৈল গ্রামের সড়কে চিনি চোরাচালানের খবর পেয়ে বিজিবির জৈন্তাপুরের রাজবাড়ি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় ১১টি ট্রাকে করে ভারতীয় চিনি নিয়ে যাচ্ছিল চোরাকারবারিরা। বিজিবির অভিযানের খবর পেয়ে তারা ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চিনিবোঝাই ১১টি ট্রাক জব্দ করেন বিজিবির সদস্যরা।

এ বিষয়ে কথা বলতে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবীর ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি। সিলেটের জৈন্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন বলেন, বিজিবি ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ করেছে বলে শুনেছেন। তবে এ বিষয়ে এখনো পুলিশকে কিছুই জানানো হয়নি।

এর আগে ৬ জুন সিলেটে পুলিশের অভিযানে অবৈধ পথে ভারত থেকে আনা ১৪টি ট্রাকভর্তি চিনির চালান জব্দ করা হয়েছিল। তখন কাউকে আটক করতে না পারলেও চিনি চোরাচালানের পথপ্রদর্শকদের ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করেছিল পুলিশ।