কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে বেড়াতে এসে অসুস্থ হয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেন্ট মার্টিন উত্তর-পশ্চিমপাড়ার সি প্রবাল রিসোর্টে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই পর্যটকের নাম মো. রেজাউল রহমান খান (৪৩)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার মৃত মতিউর রহমানের খানের ছেলে।
রেজাউলের সহযাত্রীরা বলেন, টাঙ্গাইল সদর থেকে তাঁরা ৪০ জন বন্ধু মিলে গতকাল সেন্ট মার্টিনে ঘুরতে আসেন। তাঁরা সি প্রবাল রিসোর্টে ওঠেন। গতকাল সন্ধ্যার দিকে হঠাৎ রেজাউল রহমান খান অসুস্থ বোধ করেন। তাঁকে দ্রুত সেন্ট মার্টিন ২০ শয্যার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালটির চিকিৎসক নাঈমুর রহমান বলেন, হাসপাতালে আনার আগে তাঁর মৃত্যু হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
সেন্ট মার্টিন সি প্রবাল রিসোর্টের মালেক আবদুর রহিম বলেন, টাঙ্গাইল থেকে ৪০ জনের একটি দল তাঁর রিসোর্টে উঠেছেন। এর মধ্যে একজন অসুস্থ হয়ে মারা গেছেন। ওই ব্যক্তির লাশ তাঁর গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, রাতে সাগর উত্তাল থাকায় লাশটি হাসপাতালে রাখা হয়। আজ রোববার সকালে লাশটি টেকনাফ হয়ে টাঙ্গাইলে নেওয়া হবে।