টাঙ্গাইলের ভূঞাপুরে ষাটোর্ধ্ব এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে ভূঞাপুর পৌরসভার পশ্চিম ভূঞাপুর এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত নারীর নাম সুলতানা সুরাইয়া (৬৫)। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার বার্তা সম্পাদক আবু সায়েম আকন্দের মা ও বীর মুক্তিযোদ্ধা মৃত আবদুর রহিম আকন্দের স্ত্রী। তাঁর আরও দুই মেয়ে রয়েছেন। তাঁদের বিয়ে হয়েছে। মায়ের হত্যার ঘটনায় আজ বিকেলে আবু সায়েম আকন্দ অজ্ঞাতনামা আসামি করে ভূঞাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
নিহত নারীর নাম সুলতানা সুরাইয়া (৬৫)। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার বার্তা সম্পাদক আবু সায়েম আকন্দের মা।
পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা জানান, ওই নারী বাড়িতে একাই থাকতেন। তাঁর ছেলে ঢাকায় থাকেন। দুই মেয়ে শ্বশুরবাড়িতে থাকেন। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা সুলতানা সুরাইয়ার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পান। পরে তাঁরা ওই বাড়িতে গিয়ে ঘরের দরজা বাইরে থেকে তালা দেওয়া দেখতে পান। কিন্তু ভেতরে বাতি জ্বলতে এবং বৈদ্যুতিক পাখা চলার শব্দ পান। এতে তাঁদের সন্দেহ হয়। টিনের বেড়ায় উঁকি দিয়ে ভেতরে মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ রাত ১২টার দিকে ঘটনাস্থলে আসে। ভোরে লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
আবু সায়েম আকন্দ জানান, প্রথমে তিনি খবর পান তাঁর মাকে পাওয়া যাচ্ছে না। তখন মনে করেছিলেন, কোনো আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে গেছেন। কিছুক্ষণ পর প্রতিবেশীরা দেখতে পান, ঘরের ভেতর পড়ে আছেন। তিনি এসে মায়ের রক্তাক্ত লাশ দেখতে পান।