দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য পদ ছাড়লেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেহেনা আকতারের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
মুশফিকুর রহমান খান জেলা আওয়ামী লীগের সদস্য। মানিকগঞ্জ-২ আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে দীর্ঘদিন ধরে মাঠে প্রচারণা চালিয়ে আসছেন।
জেলার হরিরামপুর, সিঙ্গাইর ও সদরের তিনটি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ-২ আসন গঠিত। উপজেলা আওয়ামী লীগের সভাপতি কণ্ঠশিল্পী মমতাজ বেগম এই আসনের বর্তমান সংসদ সদস্য।
মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি করে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য রেখে এখনো রাজনীতি করছেন। এ কারণে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক রয়েছে। এ ছাড়া পর পর দুবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জনগণের সঙ্গে তিনি সরাসরি কাজ করার সুযোগ পেয়েছেন। মানিকগঞ্জ-২ আসনের মানুষ এবার পরিবর্তন চান। এসব কারণে এবার তিনিই দলীয় মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা করছেন।
জেলার তিনটি আসনের মধ্যে মানিকগঞ্জ-২ আসনে এবার আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা বেশি। এই আসন থেকে এবার মুশফিকুর রহমানসহ ১১ জন দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। অপর ১০ জন হলেন বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন, ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সালাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহম্মেদ, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মনির হোসেন, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক তারিকুল রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন আহম্মেদ, আওয়ামী লীগের ধর্মবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সারোয়ার আলম এবং বাংলাদেশ আওয়ামী হকার্স লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জাকারিয়া হানিফ।