পঞ্চগড়ের শিংরোড সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতের এক কিশোরকে (১৩) আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠকের পর ওই কিশোরকে ফেরত দেয় বিজিবি।
আটক ওই কিশোর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ থানার সিটশাখাতি এলাকার বাসিন্দা। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড বিওপির দায়িত্বপূর্ণ ৭৬৭ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাবপিলার–সংলগ্ন এলাকা থেকে ওই কিশোরকে আটক করে বিজিবি। গতকাল রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার রাতে বিজিবির শিংরোড বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ৭৬৭ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাবপিলার–সংলগ্ন এলাকা দিয়ে একজন ভারতীয় নাগরিক শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে, এমন গোপন সংবাদ পায় বিজিবি। পরে রাত সাড়ে ১১টার দিকে সেখানে অভিযান চালিয়ে সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা ওই কিশোরকে আটক করে বিজিবি। এ সময় তার কাছে ভারতের সিম কার্ডসহ একটি মুঠোফোন পাওয়া যায়।
বিজিবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর জানায়, পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা-নেকিপাড়া এলাকায় ওয়াজ মাহফিলে অংশ নিতে সে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল। পরে ওই কিশোরকে আটকের খবর পেয়ে ভারতের ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের জাফরতলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিজিবির কাছে আবেদন করেন।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিংরোড কোম্পানি কমান্ডার সুবেদার নাসিমুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিএসএফের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুর ১২টার দিকে ওই সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এ সময় ওই কিশোরের পরিচয় নিশ্চিত হয়ে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।