নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে সবিতা রানী দাস (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সবিতার সঙ্গে থাকা একটি গরুও মারা গেছে।
সবিতা রানী উপজেলার চরবাটা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের পবিত্র দাসের স্ত্রী।
চরবাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম ওরফে রাজিব প্রথম আলোকে বলেন, আজ বেলা সোয়া ১১টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হতে দেখে সবিতা রানী দাস বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সবিতা রানীর মৃত্যু হয়। এ ছাড়া তাঁর সঙ্গে থাকা একটি গরুও মারা যায়। বেশ কিছুক্ষণ তিনি বাড়ি ফিরে না এলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তখন তাঁরা মাঠে গিয়ে দেখেন সবিতা ও তাঁর গরু মৃত অবস্থায় মাঠে পড়ে আছে। পরে বিষয়টি চরজব্বর থানায় জানানো হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে থানা-পুলিশের একটি দল সবিতা রানী দাসের লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ওসি জানান, একই ঘটনায় ওই নারীর একটি গরুও মারা গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।