নির্বাচন–পরবর্তী সহিংসতাকে কেন্দ্র করে গাড়িতে আগুন ও ঘরবাড়ি ভাঙচুরের মামলায় নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নড়াইল পৌরসভার ধোপাখোলা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ওই মামলায় উজ্জ্বলের অনুসারী আব্দুর রাজ্জাক (৩৯) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার উজ্জ্বল শেখের (৩৭) বাড়ি ওই ইউনিয়নের গোবরা গ্রামে। তাঁর বাবার নাম আব্দুস সাত্তার। উজ্জ্বল শেখ ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আব্দুর রাজ্জাক একই গ্রামের আব্দুর রসুল মোল্যার ছেলে। নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলা নির্বাচনে গত ২১ মে ভোট গ্রহণ হয়। নির্বাচন–পরবর্তী সহিংসতার জের ধরে গত বুধবার রাত ১২টার দিকে গোবরা গ্রামে নিউটন গাজীর বাড়িতে হামলা ও একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়। এ ঘটনায় গতকাল সোমবার নড়াইল সদর থানায় একটি মামলা করেন নিউটন গাজী। এতে উজ্জ্বল শেখসহ ১৫ জনকে আসামি করা হয়।
নড়াইল সদর থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গাড়ি পোড়ানো ও ঘরবাড়ি ভাঙচুর মামলায় সাবেক চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই এলাকায় শান্তি–শৃঙ্খলা রক্ষায় কাজ করছে পুলিশ।