কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া উচ্চবিদ্যালয় মাঠে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। আজ শনিবার দুপুরে
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া উচ্চবিদ্যালয় মাঠে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। আজ শনিবার দুপুরে

আওয়ামী লীগের আমলে দেশ নয়, তাদের নেতা-কর্মীদের উন্নয়ন হয়েছে: জাহিদ হোসেন

আওয়ামী লীগের আমলে দেশের নয়, তাদের নেতা–কর্মীদের উন্নয়ন হয়েছে। তাঁদের উন্নয়নের জোয়ারে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

আজ শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া উচ্চবিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মধ্যে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ কথায় কথায় বলত, দেশে উন্নয়নের জোয়ার বইছে। তবে সেই উন্নয়ন দেশের হয়নি, বিগত ১৫ বছরের বেশি সময় ধরে উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের। তাঁদের উন্নয়নের জোয়ারে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাঁরা শুধু লুটপাটেই ব্যস্ত ছিল। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশকে শুধু লুণ্ঠনই করেছে। লুটপাটের মাত্রা এতটাই বেশি ছিল যে ৫ আগস্টে পর তাঁদের লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছে। তাদের বুকে যদি সৎসাহস থাকত, তাহলে আইনের মুখোমুখি হতো। কিন্তু তাদের সেই সাহস নেই বলেই তারা পালিয়ে গেছে। কারণ আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়নি।

অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) এবং ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) আয়োজনে ওই অনুষ্ঠানে বুড়িচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের বীজ, সার, গাছের চারা, ছাগল ও মাছের পোনা সহায়তা দেওয়া হয়।

বিএনপি পালিয়ে যাওয়ার দল নয় উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, বিএনপি বিশ্বাস করে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় আর জনগণই ক্ষমতার উৎস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশনা দিয়েছেন জনগণের ভালোবাসা অর্জন করার জন্য। এবারের বন্যায় বিএনপির নেতা-কর্মীরা বন্যার্তদের পাশে ছিলেন। গত ১৭ বছর ধরে খালেদা জিয়া, তারেক রহমান থেকে শুরু করে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের ওপর নির্যাতন করা হয়েছে। কিন্তু তাঁদের মতো বিএনপি পালিয়ে যায়নি। বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়।

কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দীন বাহারকে নিয়ে জাহিদ হোসেন বলেন, ‘কুমিল্লার সাবেক এমপি বাহার ও তাঁর মেয়ে মেয়র সূচীর কাছে জিম্মি ছিল এলাকাবাসী। তাঁরা এমপি হয়েছেন, মেয়র হয়েছেন কিন্তু জনগণের ভোট লাগেনি। কুমিল্লার মানুষ বাপ–বেটির নির্যাতনে অতিষ্ঠ ছিল। আওয়ামী লীগ গত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হাইজ্যাক করেছে। তারা উন্নয়নের জোয়ারের কথা বলে, কিন্তু আজ কুমিল্লা থেকে বুড়িচং আসতে দেখলাম সড়কের অবস্থা কতটা খারাপ। আধা ঘণ্টার পথও না, কিন্তু কুমিল্লা থেকে এখানে আসতে প্রায় দুই ঘণ্টা লেগেছে। এই হলো উন্নয়নের জোয়ারের অবস্থা।’

জাহিদ হোসেন বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্তদের এই মুহূর্তে পুনর্বাসন দরকার। ইতিমধ্যে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বন্যার্তদের পাশে দাঁড়িয়ে সহায়তা করেছেন। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনর্বাসন করার জন্য কাজ করছেন। আজকে আমরা বীজ, পোনা, ছাগল ও কৃষি উপকরণ বিতরণ করেছি। সামনেও আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকব।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না। আমাদের আন্দোলন চলমান থাকবে। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় দেশনেত্রী খালেদা জিয়া এখন সুস্থ আছেন। শিগগিরই উন্নত চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে যাবেন।’