শরীয়তপুরে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে প্রাণ গেল তরুণের

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ইমরান খালাসি (২৬) নামের এক তরুণ বাড়িতে বসে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে মারা গেছেন। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে গত বুধবার বাড়িতে বসে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটলে আহত হন ইমরান। স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন।

নিহত ইমরান খালাসি উপজেলার সেনেরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামচু খালাসির ছেলে। স্থানীয় একাধিক ব্যক্তির দাবি, আগামী ২৯ ডিসেম্বর জাজিরার মুলনা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষকে সরবরাহ করার জন্য ককটেল বোমাগুলো বানানো হচ্ছিল।

ইমরানের বোন চায়না বেগম বলেন, ‘আমার ভাই স্থানীয় একটি বাহিনীর সঙ্গে জড়িত ছিল। তারা পাশের ইউনিয়নের একটি নির্বাচনে ককটেল সরবরাহ করতে চেয়েছিল। পারিবারিকভাবে আমরা বাধা দিয়েছিলাম। কিন্তু ইমরান আমাদের কোনো বাধা মানেনি।’

জাজিরা থানা সূত্র জানায়, ইমরান বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে ককটেল সরবরাহ করে থাকেন। গত বুধবার কয়েকজনকে নিয়ে বসতবাড়িতে বসে ককটেল বানাচ্ছিলেন তিনি। ওই দিন দুপুরের দিকে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে ইমরান গুরুতর আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।

ওই ঘটনায় জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আবদুল বাকির বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেন। এতে ইমরান, তাঁর ভাই স্বপন খালাসি, সহযোগী বাচ্চু চৌকিদার ও নুর জামাল সিকদারকে আসামি করা হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ওই তরুণ ও তাঁর সহযোগীরা এমন কাজ আগেও করেছেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর অভিযোগে চারটি মামলা রয়েছে।