বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে গিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলায় রাকিব হোসেন (২৪) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ফাইনাল খেলা দেখার সময় উপজেলার কাটাখাল এলাকায় নিমার্ণাধীন সেতুর পাইলিং করা গর্তে পড়ে তাঁর মৃত্যু হয়।
রাকিব হোসেন ঝিকরগাছা পৌরসভা শহরের কৃষ্ণনগর এলাকার আসলাম হোসেনের ছেলে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় দুই বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাতে কাটাখাল এলাকার স্থানীয় একটি পার্কে বড় পর্দায় আর্জেন্টিনা বনাম ফ্রান্সের খেলা দেখানোর আয়োজন করা হয়। রাকিব সেখানে খেলা দেখতে যান। আর্জেন্টিনা দ্বিতীয় গোল করার পর তিনি আনন্দে মেতে ওঠেন। স্থানীয় লোকজনের দাবি, এ সময় উল্লাস করতে গিয়ে হঠাৎ পা পিছলে রাকিব ওই পার্ক লাগোয়া একটি খালে পড়ে যান। এতে খালের ওপর নির্মাণাধীন সেতুর পাইলিং করা গর্তের ভেতরে থাকা রড রাকিবের পেটে ঢুকে যায়। এ সময় মাথায়ও গুরুতর আঘাত পান তিনি।
তৎক্ষণাৎ স্থানীয় লোকজন রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, রাত ১০টা ৫ মিনিটে রাকিব হোসেন নামের এক তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ওই তরুণের পেটে ও মাথায় আঘাতের চিহ্ন ছিল।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, বিশ্বকাপের ফাইনাল খেলা দেখার সময় উল্লাস করতে গিয়ে নির্মাণাধীন সেতুর পাইলিং করা গর্তে পড়ে রাকিবের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।