মেহেরপুরের মুজিবনগরে খেতের ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা। আজ রোববার উপজেলার নীলজাবার এলাকায়
মেহেরপুরের মুজিবনগরে খেতের ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা। আজ রোববার উপজেলার নীলজাবার এলাকায়

মুজিবনগরে আওয়ামী লীগ নেতার জমির ফসল নষ্ট করল দুর্বৃত্তরা

মেহেরপুরের মুজিবনগরে এক আওয়ামী লীগ নেতার সাড়ে আট বিঘা জমির অসংখ্য ফলের গাছ ও ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে মহাজনপুর ইউনিয়নের নীলজাবার এলাকায় এ ঘটনা ঘটে।

ওই নেতার নাম গোলাম মোস্তফা। তিনি মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার সকালে গোলাম মোস্তফার জমিতে জমির কলা, ফুলকপি, পেঁপেগাছ কাটা পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকেরা। পরে তাঁকে খবর দেওয়া হয়।

এলাকাবাসী ধারণা, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী আমাম হোসেনের (আনারস প্রতীকের) পক্ষে কাজ করেছিলেন গোলাম মোস্তফা। এ জন্য তাঁর জমির এসব গাছ নষ্ট করেছে প্রতিপক্ষের লোকজন।

এ বিষয়ে গোলাম মোস্তফা বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে আমাম হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় অনেকে সরাসরি আমার প্রতিপক্ষ হয়ে পড়েন। আমার চার বিঘা জমিতে কলা, দুই বিঘা জমিতে পেঁপে এবং আড়াই বিঘা জমিতে ফুলকপি ছিল। এক মাসের মধ্যেই এসব ফসল ঘরে তোলা যেত। নির্বাচনে যেকোনো প্রার্থীর পক্ষে কাজ করতে পারে কেউ। কিন্তু ব্যক্তির ওপর এমন আক্রমণ রাজনৈতিক প্রতিহিংসার নমুনা।’

মুজিবনগর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আমাম হোসেন বলেন, ‘গোলাম মোস্তফা একজন বুনিয়াদি কৃষক। আশা করি, দ্রুতই পুলিশ অপরাধীদের আটক করে আইনের আওতায় আনবে।’

তদন্তের মাধ্যমে ফসল বিনষ্টকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল দত্ত।