সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার টিসিবির পরিবেশক মেসার্স আল মক্কা এন্টারপ্রাইজের সামনে কার্ডধারীদের দীর্ঘ সারি। মঙ্গলবার তোলা
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার টিসিবির পরিবেশক মেসার্স আল মক্কা এন্টারপ্রাইজের সামনে কার্ডধারীদের দীর্ঘ সারি। মঙ্গলবার তোলা

সাতক্ষীরায় টিসিবির লাইনে মিলছে না সয়াবিন তেল

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবির) কার্ডধারী সাড়ে ১০ হাজার মানুষ পরিবেশকদের কাছ থেকে সয়াবিন তেল কিনতে পারছেন না। তাঁদের শুধু চাল ও ডাল দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতে বাজারে তেলের সংকট ও দাম বৃদ্ধি পাওয়ায় তেল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। এতে সয়াবিন তেল ছাড়া টিসিবির প্যাকেজ নিতে কার্ডধারীদের মধ্যে অনাগ্রহ দেখা গেছে।

শ্যামনগর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টিসিবির ফ্যামিলি কার্ড অনুযায়ী প্রতি মাসে পরিবেশকের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে সরকার নির্ধারিত মূল্যে পণ্য সরবরাহ করা হয়। নিম্ন আয়ের পরিবারের মানুষের জন্য ভর্তুকি মূল্যে এই পণ্য সরবরাহ করে টিসিবি। উপজেলায় এসব পণ্য সরবরাহের জন্য আটজন ডিলার আছেন। এসব পরিবেশকের অধীনে শ্যামনগরে টিসিবির উপকারভোগী ১০ হাজার ৫৭০ জন।

শ্যামনগর পৌর এলাকার টিসিবির পণ্য বিক্রয়কেন্দ্রে মঙ্গলবার কথা বলে জানা গেছে, প্রতি মাসে টিসিবি কার্ডধারীদের পাঁচ কেজি চাল, দুই লিটার ভোজ্যতেল ও দুই কেজি মসুর ডাল ৪৭০ টাকার একটি প্যাকেজ দেওয়ার কথা থাকলেও চিত্র ভিন্ন। চলতি মাসে টিসিবির কার্ডধারী প্রতিটি পরিবারকে ২৭০ টাকার বিনিময়ে শুধু পাঁচ কেজি চাল ও দুই কেজি ডাল দেওয়া হচ্ছে। নিত্যপণ্যের মধ্যে ভোজ্যতেল না পেয়ে বিপাকে পড়েছেন গ্রাহকেরা।

ঈশ্বরীপুর ইউনিয়নে টিসিবির পণ্য কিনতে আসা আব্দুল জলিল বলেন, ‘সরকারি মূল্যে প্রতি মাসে সয়াবিন তেলের দুই লিটারের একটি বোতল, পাঁচ কেজি চাল ও দুই কেজি ডাল কিনতাম। এবার এসে দেখি তেল নাই। বাজারেও তো তেলের দাম বেশি।’

চণ্ডীপুর গ্রামের জামিলা বেগম বলেন, টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সয়াবিন তেল কিনলে একটু টাকা কম লাগে। কিন্তু এবার তেল না পেয়ে বাজার থেকে তেল কিনতে ১৮০ টাকা বেশি লাগবে। এখন এমনিতেই জিনিসপত্রের দাম অনেক বেশি। এ সময়ে সয়াবিন তেল না দেওয়ায় তাঁরা সমস্যায় পড়েছেন।

টিসিবির পরিবেশক মেসার্স আল মক্কা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এস এম ফিরোজ হোসেন বলেন, টিসিবি ক্যাম্প থেকে চলতি মাসে পরিবেশকদের সয়াবিন তেল দেওয়া হয়নি। এ জন্য কার্ডধারীরাও তেল পাচ্ছেন না।

সয়াবিন তেল না পাওয়ার বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন বলেন, টিসিবির কার্ডধারীদের সয়াবিন তেল দেওয়া হচ্ছে না, এটা তিনি জানতেন না। হয়তো টিসিবি কার্যালয় থেকে পরিবেশকদের সয়াবিন তেল সরবরাহ না করায় কার্ডধারীরা সয়াবিন তেল পাচ্ছেন না। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।