ঠিকাদারি কাজের পাওনা টাকা নিয়ে পূর্ববিরোধের জেরে নাটোরে দুই পক্ষের সংঘর্ষে শিশির হোসেন (২৩) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে নাটোর পৌরসভা চত্বরের ভেতরে এ ঘটনা ঘটে।
নাটোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও যুবলীগ কর্মী ঠিকাদার হাসানুর রহমান ওরফে হাসুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। ঠিকাদারি কাজের বিল নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।
নিহত শিশির শহরের কান্দিভিটা এলাকার মোজাহার আলীর ছেলে। তিনি কাউন্সিলর রোকনুজ্জামানের অনুসারী ছিলেন। ঘটনার পর থেকে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নাটোর পৌরসভা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কাউন্সিলর রোকনুজ্জামান ও ঠিকাদার হাসানুর রহমানের মধ্যে একটি দরপত্রের পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধ নিষ্পত্তির জন্য আজ মেয়রের সম্মেলনকক্ষে সালিসের কথা ছিল। এর মধ্যেই পৌরসভা চত্বরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষের একপর্যায়ে হাসানুরকে কুপিয়ে জখম করেন কাউন্সিলর রোকনুজ্জামান ও তাঁর অনুসারীরা। কিছুক্ষণ পর হাসানুরের লোকজন কাউন্সিলরের সমর্থক শিশিরকে কুপিয়ে জখম করেন। স্থানীয় লোকজন শিশিরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই হাসপাতাল প্রাঙ্গণে যান পুলিশ সুপার তারিকুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। দুই পক্ষের প্রধানকেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।