ঝিনাইদহে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট, ঝিনাইদহ, ২৯ সেপ্টেম্বর
ঝিনাইদহে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট, ঝিনাইদহ, ২৯ সেপ্টেম্বর

ঝিনাইদহে জিপিএ-৫ সংবর্ধনা

‘ভালো ফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে’

‘নতুন বাংলাদেশ গড়তে তোমাদের দায়িত্ব নিতে হবে। তোমরা পারবে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে। শুধু জিপিএ-৫ নয়, ভালো ফলের পাশাপাশি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তোমাদের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে, তাহলে এগিয়ে যেতে পারবে। ভালো কলেজে পড়ার জন্য প্রতিযোগিতা নয়, ভালোভাবে পড়ালেখা করতে হবে। তাহলে এই ঝিনাইদহের মুখ সারা দেশে উজ্জ্বল হবে।’

আজ রোববার ঝিনাইদহে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অশোক কুমার মৌলিক শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন। ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাহিদ আক্তার, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুশেন্দু কুমার ভৌমিক, জোহান পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন, প্রথম আলোর কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান। এ ছাড়া দুজন শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ও অহনা তাসনিম খান তাদের অনুভূতি প্রকাশ করে।

সকাল ৯টা থেকে অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। সারিবদ্ধভাবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নের পর তারা ভেতরে প্রবেশ করে। উপহারসামগ্রী বিতরণের পর সকাল ১০টায় শুরু হয় মূল অনুষ্ঠান। প্রথম আলো বন্ধুসভা ঝিনাইদহের উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসানের উপস্থাপনায় বক্তাদের বক্তৃতার ফাঁকে ফাঁকে বন্ধুসভার বন্ধুদের নৃত্য পরিবেশন অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে শিল্পী ইমরান খন্দকারের পরিবেশনায় গান উপভোগ করে শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা

ঝিনাইদহের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাহিদ আক্তার বলেন, ‘তোমরা আমার সন্তান। আমরা সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবি। সেই ভাবনা থেকে তোমাদের কাছে আমাদের প্রত্যাশা বাকি জীবনে সঠিকভাবে পথ চলে জীবনকে গড়ে তুলবে। আমরা তোমাদের কাছে কিছুই চাই না, চাই একজন ভালো মানুষ। তোমাদের দেখে যেন আমরা গর্বিত হই।’

অনুষ্ঠানে শিক্ষার্থীরা মিথ্যা, মাদক ও মুখস্থকে ‘না’ বলার শপথ নেন। হাত উঠিয়ে ভালো মানুষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করে। ভবিষ্যতে আরও ভালো ফল করে ভালো মানুষ হয়ে দেশ ও সমাজের কাজে নিজেকে নিয়োজিত রাখার কথা বলে শিক্ষার্থীরা।

বক্তৃতার ফাঁকে ফাঁকে বন্ধুসভার বন্ধুদের নৃত্য পরিবেশন অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে

শিক্ষার্থী নাহিদ হাসান বলে, ‘এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগছে। এ আয়োজন করায় প্রথম আলোকে ধন্যবাদ। অনুষ্ঠানটি তাদের সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।’ সামছুল ইসলাম নামের এক অভিভাবক বলেন, ‘বাচ্চারা অনেক দিন ধরে অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করে ছিল। প্রতিবছর অনুষ্ঠানটি করায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবে প্রচারিত। আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। এই অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য একটা অনুপ্রেরণা।’

‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে সারা দেশে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। আয়োজনে পৃষ্ঠপোষকতা দিয়েছে বিকাশ। সহযোগিতা করেছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।