আড়িয়াল খাঁ নদে ভাসছিল অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ

লাশ
প্রতীকী ছবি

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের লঞ্চঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

তবে নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। উদ্ধার হওয়া লাশটির গলায় কলসি বাঁধা ছিল। নিহত নারীর শরীরের অধিকাংশই গলে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে জেলে ও স্থানীয় লোকজন আড়িয়াল খাঁ নদে একটি লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে সদর মডেল থানা–পুলিশ লাশটি উদ্ধার করে। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রায় ১৫ থেকে ২০ দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে লাশটি গুম করতে হত্যাকারীরা গলায় কলসি বেঁধে নদীতে ফেলে দেয়। এ কারণে লাশটি অনেক দিন পর ভেসে উঠেছে। লাশের অধিকাংশ গলে গেছে। তাই নিহত নারীর নাম–পরিচয় কোনো কিছুই জানা সম্ভব হয়নি। আঙুলের ছাপের মাধ্যমে লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে।