সোনাগাজীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা জাল। আজ সকালে তোলা
সোনাগাজীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা জাল। আজ সকালে তোলা

সোনাগাজীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৫৪ হাজার মিটার জাল জব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে বড় ফেনী নদীতে মাছ শিকার করার অভিযোগে পৃথক অভিযানে ৫৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী প্রকল্প এলাকা থেকে চর খোন্দকার ও চর আবদুল্লাহ এলাকায় বড় ফেনী নদীতে এ অভিযান পরিচালনা করেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার প্রথম আলোকে বলেন, আজ সকাল থেকে বড় ফেনী নদীতে অভিযান পরিচালনা করা হয়। শুরুতে ৪২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এর আগে গতকাল শুক্রবার গভীর রাতেও মাছ ধরার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় মৎস্য কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যান অপরাধীরা। তাঁদের ফেলে যাওয়া ১২ হাজার মিটার কারেন্ট জাল ও বেশ কিছু মাছ জব্দ করা হয় নদীতীর থেকে। জব্দ করা মাছগুলো নদীতে অবমুক্ত করা হয়। পরে সব জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ নিয়ে গত একসপ্তাহে বড় ফেনী নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৩২ হাজার মিটার বিভিন্ন ধরনের জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার, সহকারী বিজয় কুমার পাল, মেরিন ফিশারিস কর্মকর্তা খাইরুল বাশারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণে ১৩ অক্টোবর রাত ১২টা থেকে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। টানা ২২ দিন ইলিশ শিকার, বিপণন, মজুত ও পরিবহন বন্ধ থাকবে। ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করবে সরকার। এ নিষেধাজ্ঞা বহাল থাকবে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত।