মুন্সিগঞ্জে দুই তরুণের ঝগড়া, ধস্তাধস্তির পর প্রাণ গেল একজনের

মুন্সিগঞ্জ জেলার মানচিত্র
মুন্সিগঞ্জ জেলার মানচিত্র

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে ঝগড়ার পর একজনের আঘাতে আরেকজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের গোয়ালবাড়ির মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম ফাহিম হোসেন (১৮)। তিনি উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের প্রয়াত নুরু ব্যাপারীর ছেলে। অভিযুক্ত তরুণের নাম গোপাল পাটনি (১৯)। ঘটনার পর গোপালকে পুলিশ আটক করেছে।

স্থানীয় ব্যক্তিরা বলেন, গতকাল রাত ১০টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের গোয়ালবাড়ির মোড়ে ফাহিম হোসেন ও গোপাল পাটনি আড্ডা দিচ্ছিলেন। এ সময় ফাহিম ১০ টাকার নোট দিয়ে একটি খেলনা বানান। খেলনাটি গোপাল নামের ওই প্রতিবেশী তরুণ আগুন দিয়ে পুড়িয়ে দিতে চান। এ নিয়ে ফাহিমের সঙ্গে গোপালের ঝগড়া হয়। একপর্যায়ে তাঁদের দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। ফাহিমের ঘাড় ধরে মাটিতে ফেলে দেন গোপাল। স্থানীয় লোকজন ফাহিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদা সুলতানা আজ সোমবার প্রথম আলোকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে ওই তরুণকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তাঁর শরীরে দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন ছিল না।

মুন্সিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মুস্তাফিজুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই দুই তরুণ ঝগড়া করে। এতে ফাহিম মারা যান। ফাহিমের ঘাড় এক দিকে বাঁকানো ছিল। ধারণা করা হচ্ছে, ধস্তাধস্তির সময় ফাহিমের ঘাড় ভেঙে গেছে। এ ঘটনায় গোপাল পাটনিকে আটক করা করা হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে আজ সকালে একটি হত্যা মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।