ঈদ সামনে রেখে বঙ্গবন্ধু সেতু দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বেড়ে গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সেতুর পূর্ব দিকে যানজটের সৃষ্টি হয়। আজ সকাল ছয়টায় সেতু থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি সেতু পার হয়ে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা যায়। যানজট ও তীব্র গরমে ভোগান্তি পোহাতে হচ্ছে এ রুটে চলাচলকারী যাত্রী ও চালকদের।
সকাল সোয়া নয়টায় যানজটের দৈর্ঘ্য কিছুটা কমেছে। এলেঙ্গা পর্যন্ত যানজট ১৪ কিলোমিটার সড়কে যানজট রয়েছে।
পুলিশ ও পরিবহন চালকদের সূত্রে জানা গেছে, ঈদ সামনে রেখে কয়েক দিন ধরে বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপার বেড়ে গেছে। আর অতিরিক্ত এসব যানবাহনের চাপে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে যানজট শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানজটও বাড়তে থাকে। সকালে যানবাহনের সারি বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতী উপজেলার পৌলি সেতুর পাড় পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ হয়।
যানজট নিরসনে গতকাল মধ্যরাত থেকে উত্তরবঙ্গ থেকে সেতু পার হয়ে আসা যানবাহনগুলো ভূঞাপুর হয়ে এলেঙ্গা পর্যন্ত চলাচল করতে বলা হয় বলে জানান বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম।
এর ফলে ভোরে ভূঞাপুর সড়কেও যানজটের সৃষ্টি হয়। আজ সকাল ছয়টায় সরেজমিন মহাসড়কে গিয়ে বঙ্গবন্ধু সেতু থেকে পৌলি পর্যন্ত যানজট দেখা গেছে।
সংশ্লিষ্ট যাত্রী ও চালকেরা বলছেন, গত মধ্যরাত থেকে শুরু হওয়া এ যানজটে আটকে পড়ে গরমে তাঁদের বেশ কষ্ট হচ্ছে। সেই সঙ্গে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে।
সংশ্লিষ্ট যাত্রী ও চালকেরা বলছেন, গত মধ্যরাত থেকে শুরু হওয়া এ যানজটে আটকে পড়ে গরমে তাঁদের বেশ কষ্ট হচ্ছে। সেই সঙ্গে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে।
বগুড়া থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে রাত ১২টায় রওনা হন তপন কুমার নামের এক ব্যবসায়ী। তিনি বলেন, রাত সোয়া দুইটায় বঙ্গবন্ধু সেতুর ওপরে পৌঁছে যানজটে আটকে পড়েন। পরে ভূঞাপুর হয়ে এলেঙ্গা পৌঁছাতে পুরো রাস্তাতেই তাঁকে যানজটে দুর্ভোগ পোহাতে হয়। তিনি জানান, সেতু থেকে টাঙ্গাইল শহর পর্যন্ত ২৪ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে তাঁর সময় লেগেছে ৪ ঘণ্টার বেশি।
বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্তের সংযোগ সড়কে চার লেনের কাজ চলছে। রাতে ট্রাকে করে ঢালাইয়ের সামগ্রী সড়কে নামানো হচ্ছে। এটি যানজটের অন্যতম কারণ।টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক রফিকুল ইসলাম সরকার
সার্বিক বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, অতিরিক্ত যানবাহনের চাপে এই যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে ধীরে ধীরে যানজট কমছে।
বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্তের সংযোগ সড়কে চার লেনের কাজ চলছে। রাতে ট্রাকে করে ঢালাইয়ের সামগ্রী সড়কে নামানো হচ্ছে। একে যানজটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক রফিকুল ইসলাম সরকার। তিনি বলেন, মহাসড়কে পুলিশ কাজ করছে দুপুরের আগেই যানজট নিরসন হবে।