ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। শুক্রবার বিকেলে উপজেলার সোহাগী বাজারে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। শুক্রবার বিকেলে উপজেলার সোহাগী বাজারে

সারের মজুত ও বিক্রির রসিদে গরমিল, ঈশ্বরগঞ্জে দুই পরিবেশকের জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সারের মজুত তথ্যের সঙ্গে বিক্রির রসিদের মিল না থাকার দায়ে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত দুই পরিবেশককে (ডিলার) ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন উপজেলার সোহাগী ইউনিয়নের সোহাগী বাজারে এ অভিযান চালান। জরিমানা গোনা দুই পরিবেশক হলেন ওই বাজারের মেসার্স জুমা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী ও মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. নাজমুল হক।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরে স্থানীয় এক ব্যক্তি ফেসবুকে পোস্ট দেন, সোহাগী বাজারে সারের পরিবেশকের দোকানে বেশি দামে সার বিক্রি হচ্ছে। সেই পোস্টে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করেন। তাঁদের মধ্যে এক মন্তব্যকারী এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপ কামনা করেন। বিষয়টি ইউএনও এরশাদুল আহমেদের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা কৃষি কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদেশ পেয়ে ওই দুই কর্মকর্তা সরেজমিনে ওই বাজারে যান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন জানান, ঘটনাস্থলে গিয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে মজুত রেজিস্টারের সঙ্গে সার বিক্রির রসিদের গরমিল পাওয়া যায়। এ জন্য সোহাগী বাজারের মেসার্স জুমা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী ও মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. নাজমুল হককে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সার বিক্রিতে যেন কোনো ধরনের অনিয়ম না হয়, সে ব্যাপারে পরিবেশকদের সতর্ক করা হয়।