বাংলা নববর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার বেলা ১টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ সাব-পিলারসংলগ্ন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় এ শুভেচ্ছা বিনিময় হয়।
এ সময় বিজিবির হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার দেলোয়ার হোসেন বিএসএফের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ক্যাম্প কমান্ডার বেনার্শি দাসের হাতে তিন প্যাকেট মিষ্টি তুলে দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পের সুবেদার শাহীন মিয়া বলেন, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোয় তাঁরা শুভেচ্ছা ও উপহার বিনিময় করেন। এরই ধারাবাহিকতায় বাংলা নববর্ষ উপলক্ষে রোববার দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় বিএসএফকে তিন প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।