নীলফামারীতে বৈদ্যুতিক তারে আটকা পড়া টিয়া পাখি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার সন্ধ্যায়
নীলফামারীতে বৈদ্যুতিক তারে আটকা পড়া টিয়া পাখি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার সন্ধ্যায়

বৈদ্যুতিক তারে আটকা পড়া টিয়া পাখি উদ্ধার করল ফায়ার সার্ভিস

নীলফামারীতে বৈদ্যুতিক খুঁটির তারে আটকা পড়া একটি টিয়া পাখি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার সন্ধ্যায় সৈয়দপুর উপজেলার রংপুর রোডের বাঙ্গালীপুরে এ ঘটনা ঘটে।

পাখি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. আলমগীর হোসেনের কাছ থেকে খবর পেয়ে পাখিটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে পাখিটি অবমুক্ত করা হয়।

স্বেচ্ছাসেবক মো. ইমরান হোসেন বলেন, একটি টিয়া পাখিকে বিদ্যুতের তারে আটকা পড়ে ছটফট করতে দেখে সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতিকে জানালে তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। তাঁরা দ্রুত এসে পাখিটিকে উদ্ধার করে অবমুক্ত করেন।

মো. আলমগীর হোসেন বলেন, সবারই তো জীবন আছে। পাখিটিও তো একটি প্রাণী। পাখিটিকে দ্রুত উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানান তিনি।