জিপিএ ৫ সংবর্ধনা অনুষ্ঠানে আসা শিক্ষার্থীরা সেলফি তোলা ব্যস্ত। আজ সকালে লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চবিদ্যালয়ে চত্বরে
জিপিএ ৫ সংবর্ধনা অনুষ্ঠানে আসা শিক্ষার্থীরা সেলফি তোলা ব্যস্ত। আজ সকালে লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চবিদ্যালয়ে চত্বরে

লক্ষ্মীপুরে জিপিএ-৫ সংবর্ধনা

‘তোমাদের হাতেই বাংলাদেশের জয়’

রৌদ্রোজ্জ্বল সকাল। চকচকে সূর্যটা যেন জানান দিচ্ছিল এখন শরৎকাল। ক্ষণে ক্ষণে রূপ বদলায় শরতের আকাশ। কখনো সাদা, কখনো কালচে মেঘের ওড়াউড়ি। ঝাঁজালো রোদ কাঁটার মতো খোঁচা দিচ্ছে। রোদ, ভ্যাপসা গরম, দিনটা যেমনই হোক না কেন, সব উপেক্ষা করে অনুষ্ঠানে আসতে শুরু করে শিক্ষার্থীরা। কেউ এসেছে অভিভাবকের সঙ্গে। কেউ বা এসেছে বন্ধুদের সঙ্গে জোট বেঁধে। আজ সোমবার লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চবিদ্যালয় মাঠের চিত্র ছিল এমনই।

সকাল ৯টা বাজতেই কৃতী শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। শিক্ষার্থীদের হই–হুল্লোড়, আনন্দ-উচ্ছ্বাসে সংবর্ধনা অনুষ্ঠান উৎসবে রূপ নেয়। শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন শতাধিক অভিভাবক ও সুধীজন।

প্রথম আলো ও শিখোর উদ্যোগে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে আজ লক্ষ্মীপুরে এই সংবর্ধনার আয়োজন করা হয়। জেলার পাঁচটি উপজেলার ৪২৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে তারা অনলাইনে নিবন্ধন করে। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা উৎসব।

সকাল ১০টার দিকে বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব। এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিতে উপস্থিত ছিলেন জেলার গুণীজনেরা। দর্শকসারিতে ছিল ৪২৫ জন মেধাবী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর লক্ষ্মীপুর প্রতিনিধি এ বি এম রিপন।

এরপর শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে মঞ্চে আসেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খন্দকার ইউসুফ হোসেন, প্রথম আলোর চট্টগ্রাম অফিসের বার্তা সম্পাদক ওমর কায়সার, মাদকবিরোধী শপথ করান লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা খাতুন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, মারজান চৌধুরী শিমু।

খন্দকার ইউসুফ হোসেন বলেন, ‘তোমরা আগামীর বিশ্ব, তোমাদের হাতেই বাংলাদেশের জয়। আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে এগোতে হবে। মানবিক মানুষ হতে হবে। জীবনে ভালো কিছু করার জন্য স্বপ্ন দেখতে হবে তোমাদের। স্বপ্ন সফল করতে সব সময় চেষ্টা করতে হবে।’

লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা খাতুন বলেন, ‘তোমাদের আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে এগোতে হবে। আর দেশকে ভালোবাসতে হবে। ভালোভাবে পড়ালেখার পাশাপাশি দেশের জন্যও কিছু করার মানসিকতা রাখতে হবে।’
বক্তারা জিপিএ-৫ পাওয়ায় ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রথম আলোর সামাজিক কর্মসূচির মধ্যে অন্যতম বড় আয়োজন কৃতী শিক্ষার্থী সংবর্ধনা। এটি সফলভাবে আজ লক্ষ্মীপুরে শেষ হলো।

দালাল বাজার ফাতেমা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে সালমা অনুষ্ঠানে আসতে পেরে অনেক খুশি। এমন আয়োজন তার পরবর্তী জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানায় সে।

কাশিমনগর নুরিয়া ফাজিল মাদ্রাসা মেধাবী শিক্ষার্থী মো. ফাইয়াজ বলেন, ‘প্রথম আলো আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিল। আমি অনেক অনেক আনন্দিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।’

আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ ও সহযোগিতায় ছিল কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা শপথ নিচ্ছে। আজ সকালে লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চবিদ্যালয়ে চত্বরে

সংবর্ধনায় শিক্ষার্থীদের দেওয়া হয় ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, শিখোর পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস, সানকুইকের ফ্রুট জুস, প্রথম আলো ই-পেপারের (তিন মাস) ফ্রি সাবস্ক্রিপশন, প্রথমা ডটকমে অনলাইনে বই অর্ডারে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়, প্রথমা প্রকাশনের বিক্রয়কেন্দ্রে প্রথমা প্রকাশন ও প্র প্রকাশনের প্রকাশিত বইয়ে ৩০ শতাংশ ছাড়, কিশোর আলো ও বিজ্ঞানচিন্তার ছয় মাসের প্রিন্ট ভার্সনের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়।

সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে বন্ধুসভার সদস্য ও কৃতী শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।