ঘরের ওপর গাছ উপড়ে পড়ায় মারা গেছেন এক অন্তঃসত্ত্বা নারী ও তাঁর শিশুসন্তান। আজ রোববার সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ঘোনারবাড়ি গ্রামে
ঘরের ওপর গাছ উপড়ে পড়ায় মারা গেছেন এক অন্তঃসত্ত্বা নারী ও তাঁর শিশুসন্তান। আজ রোববার সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ঘোনারবাড়ি গ্রামে

কালবৈশাখীতে ঘরে গাছ পড়ে অন্তঃসত্ত্বা নারী ও তাঁর ছেলের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় কালবৈশাখীতে ঘরের ওপর গাছ উপড়ে পড়ে অন্তঃসত্ত্বা এক নারী ও তাঁর পাঁচ বছর বয়সী সন্তানের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ঘোনারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরেকজন আহত হয়েছেন।

এই দুজন হলেন ঘোনারবাড়ি গ্রামের আবদুল কাইয়ুমের স্ত্রী মোছা. রূপতারা (৪৫) ও তাঁর ছেলে তাইজুল ইসলাম। রূপতারা ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে। দুজনের মৃত্যুর তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

স্থানীয় বাসিন্দা মো. ওবায়দুল্লাহ বলেন, গতকাল দিবাগত রাত ১২টার দিকে প্রচণ্ড ঝড় শুরু হলে ঘোনারবাড়ি এলাকার কৃষক আবদুল কাইয়ুমের দোচালা টিনের ঘরে একটি গাছ উপড়ে পড়ে। এতে ঘর ভেঙে কাইয়ুমের স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা মোছা. রূপতারা ও তাঁর ছোট ছেলে তাইজুল ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় রূপতারার মা আহত হয়েছেন।