সরকারি রাজেন্দ্র কলেজ
সরকারি রাজেন্দ্র কলেজ

র‍্যাগ ডে উদ্‌যাপনের টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিলেন শিক্ষার্থীরা  

স্নাতক (সম্মান) শেষ বর্ষের পরীক্ষার পর র‌্যাগ ডে উদ্‌যাপনের প্রস্তুতি নিয়েছিলেন শিক্ষার্থীরা। নিজেরা চাঁদা তুলেছিলেন ৪৫ হাজার ৫০০ টাকা। কিন্তু দেশের বন্যা পরিস্থিতির কারণে ওই অনুষ্ঠান আয়োজন করছেন না শিক্ষার্থীরা। তাঁরা বন্যার্তদের সহায়তার জন্য চাঁদার টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের (২০১৮-১৯) শিক্ষার্থীরা বন্যার্তদের এই সহায়তা করেছেন। তাঁরা গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সোনালী ব্যাংকের প্রধান শাখায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের ব্যাংক হিসাবে টাকা জমা দেন।

ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ফেরদৌস রাব্বী (২৩) বলেন, ‘আমরা ১১০ জন শিক্ষার্থী ৪০০ করে টাকা জমা দিয়ে কোর্স সমাপনী উৎসবের জন্য টাকা তুলেছিলাম। এর সঙ্গে আরও কিছু টাকা যুক্ত করে মোট ৪৫ হাজার ৫০০ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছি।’

আরেক শিক্ষার্থী আদনান ইবনে হাফিজ (২৪) বলেন, ‘দেশের ১২টি জেলায় বন্যা হয়েছে। বন্যার পর আমরা বিভাগের মেসেঞ্জার গ্রুপে একটি বার্তা দিয়েছিলাম। বলেছিলাম “বন্যার কারণে ভালো কাজ করার সুযোগ আমাদের সামনে এসেছে। যে টাকা আমার আনন্দ করে উড়িয়ে দিতে চেয়েছিলাম, সে টাকা বন্যার্তদের সাহায্যে প্রদান করতে পারি কি না।” আমাদের গ্রুপের সব সদস্য এ ব্যাপারে সম্মতি দিয়েছে। এরপর বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে টাকা জমা দিয়েছি।’