মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত নেয়ামুল হক ওরফে নাফিজ
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত নেয়ামুল হক ওরফে নাফিজ

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নিহত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুই শিক্ষার্থী। গতকাল শনিবার রাত আটটার দিকে মির্জাগঞ্জ সড়কের ২ নম্বর ব্রিজ সংলগ্ন সিকদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম নেয়ামুল হক ওরফে নাফিজ। সে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নেয়ামুল পটুয়াখালীর মুন্সেফ পাড়া এলাকার বাসিন্দা আইনজীবী নাজমুল হকের ছেলে।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলো নেয়ামুলের বন্ধু সাফিন ও ফারাবী। এর মধ্যে সাফিনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ফারাবীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা, গতকাল সন্ধ্যায় নেয়ামুল ঢাকা থেকে আগত দুই বন্ধু সাফিন ও ফারাবিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কের পায়রাকুঞ্জ ঘুরতে যায়। পায়রাকুঞ্জ থেকে শহরে ফেরার পথে ২ নম্বর ব্রিজ সংলগ্ন সিকদার বাড়ির সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নেয়ামুল ও তার বন্ধু সাফিন গুরুতর আহত হয়। তাঁদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নেয়ামুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাফিনকে শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালী থানার কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় তিন আরোহী আহত হয়েছে। এর মধ্যে নেয়ামুল মারা গেছে।