গ্রামে একা থাকতেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা, স্বজনদের ফোনে পচন ধরা লাশ পেলেন প্রতিবেশীরা

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার আলমপুর গ্রাম থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।

জোবাইদা খাতুন (৬৬) নামের ওই নারী বাড়িতে একাই বসবাস করতেন। তিনি আলমপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক জহুরুল ইসলামের স্ত্রী।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জোবাইদা খাতুন বাড়িতে একাই বসবাস করতেন। গত সোমবার (৩১ জুলাই) থেকে স্বজনেরা মুঠোফোনে চেষ্টা করে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। গতকাল বিকেলে স্বজনেরা প্রতিবেশীদের মুঠোফোনে বিষয়টি জানান। এরপর প্রতিবেশীরা জোবাইদার বাড়িতে গিয়ে পচা দুর্গন্ধ পান। তাঁরা ঘরে গিয়ে চেয়ারে বসা জোবাইদার লাশ দেখে থানায় খবর দেন। পুলিশ রাতে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালে পাঠিয়েছে।

আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুজ্জামান নাদিম বলেন, জোবাইদা খাতুন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি পাঁচ-ছয় বছর আগে অবসরে গেছেন। তাঁর সন্তানেরা সবাই শিক্ষক। তাঁরা শহরে থাকেন। তিনি গ্রামে একাকী জীবন যাপন করছিলেন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, জোবাইদা খাতুনের নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে পচন ধরেছে। এতে ধারণা কারা হচ্ছে, লাশটি তিন-চার দিন আগে হতে পারে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।