সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নদীতে গোসলে নেমে একজন একটি শটগান পেয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমার দরিয়া শাহ মাজার এলাকার স্থানীয় একটি নদী থেকে শটগানটি উদ্ধার করা হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন প্রথম আলোকে বলেন, দরিয়া শাহ মাজারের এক ভক্ত গতকাল বিকেলে নদীতে গোসলে নেমে শটগানটি পান। তিনি শটগানটি উদ্ধার করে স্থানীয় লোকজনকে দেন। পরে স্থানীয় লোকজন শটগানটি থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। গত ৫ আগস্ট পুলিশ সুপারের কার্যালয় লুটপাটকালে সেটি খোয়া গিয়েছিল।
পুলিশের ভাষ্য, অস্ত্রটি পানিতে থাকায় কিছুটা জং ধরেছে। তবে সেটি সচল আছে। গতকাল বিকেলেই অস্ত্রটি সিলেট গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।